• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হরতালে একদিনে আর্থিক ক্ষতি ৬ হাজার কোটি টাকা!

ফারহানা মির্জা | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১২:৫৯

ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন পর আবারও হরতালের ডাক দিল বিএনপি। কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে হরতাল আত্মঘাতি এবং হরতাল পালিত হলে একদিনে আর্থিক ক্ষতি অন্তত ছয় হাজার ছয় শ আশি কোটি টাকা বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ মাহফুজ কবীর।

তিনি বলেন, ২০২৩ সালের অর্থনীতির আকার বিবেচনায় হরতাল পালিত হলে একদিনে আর্থিক ক্ষতি অন্তত ছয় হাজার ছয় শ আশি কোটি টাকা। নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সরকারের পদত্যাগ চেয়ে রাজধানীতে মহাসমাবেশ ডাকে বিএনপি। মোকাবিলায় কর্মসূচি ছিল আওয়ামী লীগেরও। সংঘর্ষে জড়িয়ে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

২০১৪ সালের নির্বাচন ঘিরেও জ্বালাও পোড়াও দেখা যায় বিএনপি-জামায়াতের। সে সময় রপ্তানিমুখী শিল্প কারখানার উৎপাদন হুমকির মুখে পড়ে। এর পর দীর্ঘদিন এমন সংঘাত দেখা যায়নি। এতে সুফলও পেয়েছে অর্থনীতি। ৬ শতাংশের ওপর ধারাবাহিক গ্রস ডোমেস্টিক প্রডাক্টের (জিডিপি) প্রবৃদ্ধির সাথে মানুষের মাথাপিছু আয় ছাড়ায় দুই হাজার আট শ ডলার। তাই অর্থনীতির স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ চাইছেন ব্যবসায়ীরা।

এদিকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ জানান, সংঘাতের মাধ্যমে যদি সমস্যা সমাধান হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরাও সমস্যার মধ্যে পড়ে। বিদেশি ইনভেস্টররা যদি বাংলাদেশের এ অস্থির চিত্র দেখে তাহলে তারাও ইনভেস্টমেন্টে শঙ্কিত হয়ে পড়েন।

১০ বছর আগে ঢাকা চেম্বারের এক গবেষণায় বেরিয়ে আসে যে, একদিনের হরতালে আর্থিক ক্ষতি, এক হাজার ছয় শ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, বর্তমানে অর্থনীতির আকার ৪ গুণ বেড়েছে। আবারও হরতাল শুরু হলে ক্ষতি বাড়বে সে হারে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top