গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

শাকিল খান | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১৭:০৮

ছবি: সংগৃহীত

ঢাকা-মংলা কমফোর্ট লাইন। সকাল থেকে চারটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলে একটি বাসও ছেড়ে যায়নি। রবিবার (২৯ অক্টোবর) গাবতলী অধিকাংশ বাস কাউন্টার বন্ধ। কয়েকটি খোলা থাকলেও যাত্রী সংকট।

বাস কাউন্টার মাস্টাররা বলছেন, শনিবার অনেক বাস পোড়ানো হয়েছে। তাই মালিকরা বাস ছাড়তে না করেছে। তারমধ্যে যাত্রীও সংকট। ঢাকা থেকে মংলা ৮ হাজার টাকার ডিজেল লাগে। যাত্রী না হলে লোকসানেতো বাস ছাড়তে পারি না।

এদিকে, হরতালে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top