নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২ নেতা বহিষ্কার

শাকিল খান | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩, ১৪:০২

ছবি: সংগৃহীত

তৃণমূল বিএনপি থেকে শেরপুর-২ আসনে নির্বাচনে অংশ নেয়ায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জায়েদুল রশিদ শ্যামল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে শেরপুর-১ আসনে নির্বাচনে অংশ নেয়ায় সদস্য অ্যাড. মো. আব্দুল্লাহকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। তৃণমূল বিএনপি থেকে শেরপুর-২ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন জায়েদুল রশিদ শ্যামল। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে শেরপুর-১ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন মো. আব্দুল্লাহ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এ দুই নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top