ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, যাত্রীর প্রাণ গেল

শাকিল খান | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:২০

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল নদীবন্দরের ট্রাফিক পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

নিহত মো. সোহেলের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তার দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

জানা গেছে, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে সোমবার রাত ৯টায় ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।

সুরভী-৮ লঞ্চের মাস্টার আলমাস হোসেন জানান, ঘন কুয়াশায় তারা ঢাকা থেকে আসা টিপু-১৪ লঞ্চটি দেখতে পাননি। এ কারণে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top