গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
শাকিল খান | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৮

গাইবান্ধায় সিএনজি অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া রংপুরের পীরগাছা উপজেলার আরাজী প্রতাবজয়সেন (কানিপাড়া) গ্রামের সিরাজুল হকের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সুমন মিয়া মোটরসাইকেলে করে গাইবান্ধা থেকে পীরগাছা আসার পথে গাইবান্ধা-সাঘাটা সড়কের বোর্ড বাজার এলাকায় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে সুমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর জানান তিনি মারা গেছেন।
পীরগাছা থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি শুনেছি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।