রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

টানা ৪ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

শাকিল খান | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৯

ছবি: সংগৃহীত

তেঁতুলিয়ায় বেড়েই চলছে শীতের প্রকোপ। গত কয়েক দিন ধরে এ জেলায় বইছে হিমেল হাওয়া; তাপমাত্রাও সর্বনিন্ম। দেশের উত্তরের এই উপজেলায় তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠামানা করছে।

উপজেলায় রাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাপমাত্রার পারদ কমে তীব্র শীত অনুভূত হয়। তবে সকাল ১০টা থেকে তাপমাত্রা স্বাভাবিক থাকছে। এদিকে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে যেতে দেখা যায় এ অঞ্চলে পাথর শ্রমিক, চা শ্রমিক, ভ্যানচালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।

এদিকে শীতের কারণে বিভিন্ন শীতজনিত রোগ বাড়ছে। জেলা ও উপজেলার হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে।

প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত চারদিন ধরে এ অঞ্চলে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী কয়েকদিন এ অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top