দৌলতদিয়ায় ‘যৌন উত্তেজক’ ওষুধ সেবন করে একজনের মৃত্যু

শাকিল খান | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:১৩

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় যৌন উত্তেজক ওষুধ সেবনে আ. সালাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার একটি আবাসিক বোডিংয়ে এ ঘটনা ঘটে। নিহত ছালাম জামালপুর জেলা সদরের হরিবাড়ি গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।

জানা যায়, গত বুধবার রাতে আ. সালাম দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন গাউছিয়া রাজশাহী আবাসিক বোডিংয়ে রাত্রি যাপনের জন্য ওঠেন। বৃহস্পতিবার ভোরে তিনি অসুস্থবোধ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তি দৌলতদিয়া যৌনপল্লী থেকে যৌন উত্তেজক ওষুধ সেবন করে আবাসিক বোডিংয়ে আসেন। এরপর তিনি বোডিংয়ে অবস্থানকালে অসুস্থবোধ করলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top