জয়পুরহাটে নৌকার ২ নির্বাচনী ক্যাম্পে আগুন

শাকিল খান | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৪, ১৬:৫৯

ছবি: সংগৃহীত

জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দুটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ জানুয়ারি) রাতে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া ও শৃগালদীঘি গ্রামে এসব ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ওসি শাহিনূর রহমান জানান, রাত পৌনে ১০টার দিকে খাঁপাড়া মোড় এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপরই সেখান থেকে আধা কিলোমিটার দূরে শৃগালদীঘি গ্রামেও নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা করেননি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top