রাঙ্গুনিয়ায় মায়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

শাকিল খান | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৪, ১৮:৪৮

ছবি: সংগৃহীত

তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে আসেন মো. রেজাউল করিম (৪৩)। তিনি বিদেশ থেকে আসার কয়েক দিন পর মারা যান বাবা আবুল হাশেম। গতকাল বুধবার মারা যান তাঁর মা লায়লা বেগম (৭০)। মায়ের মৃত্যুর খবর শুনে গতকাল রাতে রেজাউলের মৃত্যু হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বিদেশ থেকে আসার পর থেকে অসুস্থ মায়ের সার্বক্ষণিক দেখা করছিলেন রেজাউল। নিজ হাতেই মায়ের সেবাযত্ন করতেন। কিন্তু সেই মায়েরও অসুস্থতা বেড়ে যাওয়ায় বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে মা লায়লা বেগম (৭০) মারা যান।

মায়ের মৃত্যুর সংবাদে অসুস্থ হয়ে পড়েন সন্তান রেজাউল করিম। পরে তাকেও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম মারা যান। মায়ের মৃত্যুর এক ঘণ্টার ব্যবধানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

রেজাউলের স্বজনরা জানান, মোবাইল ফোনে মায়ের মৃত্যুর খবর পেয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রেজাউল। তাকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেজাউলের দুই মেয়ে আছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top