টাকা বিতরণের সময় ইউপি সদস্য আটক
শাকিল খান | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৪, ১৬:২৫

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া উপজেলা) আসনের কৈয়ারবিলে শুক্রবার (৫ জানুয়ারি) টাকার বিনিময়ে ভোট কেনার সময় একজন ইউপি মেম্বার নগদ টাকাসহ আটক হয়েছেন। এদিন রাত ১১টার দিকে বিজিবির একটি টহল দল চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সাইফুল ইসলামকে নগদ টাকাসহ আটক করে।
এ বিষয়ে বিজিবি হাবিলদার হাবিব জানান, আটক হওয়া ইউপি মেম্বার সাইফুল কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ট্রাক প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। এ সময় বিজিবির একটি টহল দল সাইফুলকে ১০ হাজার টাকাসহ আটক করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি মেম্বার টাকা বিতরণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।