পৌষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
শাকিল খান | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪, ১৩:১০
ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। গত এক সপ্তাহ ধরে ১০-১৪ ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা। এতে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।
আজ মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা নেমে এসেছে ১২.০ ডিগ্রি সেলসিয়াসে। এর ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের কারণে সময় মতো কাজে যেতে পারছেন না তারা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধসহ সব বয়সী মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ প্রতিদিনই উঠানামা করছে। ঘন কুয়াশা থাকবে আরও কয়েকদিন। এ রকম পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
বিষয়: চুয়াডাঙ্গা শীত newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।