আবারো শীতে কাঁপছে উত্তারাঞ্চল

রাশেদ রাসেল | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৫৬

ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গে আবারো বেড়েছে শীতের তীব্রতা। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ে তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। ৪ দিন পর আবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। মাঘের শেষে আবারও শীতের দাপট বেড়েছে পঞ্চগড়ে।

এদিকে কুড়িগ্রামের ওপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে তাপমাত্রা কমে গেলেও উঁকি দিয়েছে সূর্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top