টেকনাফ ও উখিয়া সীমান্ত ফের গোলাগুলির শব্দ

রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫২

ছবি: সংগৃহীত

মিয়ানমারের গৃহযুদ্ধের বিরূপ প্রভাব সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পড়েছে।

মিয়ানমার থেকে কয়েক দিন ধরেই গুলি ও মর্টার শেল বাংলাদেশ ভূখণ্ডে এসে পড়ায় এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় মিয়ানমার সীমান্তের ওপারে গতকাল মঙ্গলবার সকাল ১০টার পর থেকে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে। কখনো টানা এক ঘণ্টা পর্যন্ত গোলাগুলি চলে। গোলাগুলির ফাঁকে কয়েকটি স্থানে দেখা গেছে কালো ধোঁয়ার কুণ্ডলী। এভাবে চলে বেলা তিনটা পর্যন্ত। আর গোলাগুলি বেড়ে যাওয়ায় এপারের সীমান্তবর্তী গ্রামগুলোতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top