নাফ নদের ওপারে আবারও গোলাগুলি

শাকিল খান | প্রকাশিত: ৭ মার্চ ২০২৪, ১৩:০৯

ছবি: সংগৃহীত

নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও আরাকান আর্মি ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়েছে। নতুন করে মর্টারশেল ও মুহুর্মুহু গুলির শব্দে কাঁপছে টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং সীমান্ত। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের লোকজনের মাঝে।

টেকনাফের হ্নীলা ওয়াব্রাং এলাকার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘বুধবার ভোর থেকে বজ্রপাতের মতো আবারও থেমে থেমে মিয়ানমারের ভারী মর্টারশেলের শব্দ শোনা যাচ্ছে। আমার বাড়ি সীমান্তে বেড়িবাঁধের পাশে, তাই শব্দ শুনতে পাই। এমনভাবে শব্দ হচ্ছে যেন, গোলা নাফ নদে এসে পড়ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ভোর থেকে গোলাগুলির শব্দ হচ্ছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি ও কোষ্টগার্ড সার্বক্ষণিক নাফ নদে প্রস্তুত রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top