২৭ ফেব্রুয়ারি চিনিশিল্প রক্ষায় শহীদ মিনারে অবস্থান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ০০:১৪

বাংলাদেশের চিনিশিল্প রক্ষার দাবিতে নাটোরে সমাবেশ করেছে ১৫টি চিনিকলের আখচাষি ও শ্রমিক কর্মচারীরা। এই সমাবেশ থেকে চিনিকল রক্ষার দাবিতে আগামী ২৭ ফেব্রয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে এন এস সরকারি কলেজ মিলনায়তনে উত্তারাঞ্চাল আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধরণ সম্পাদক ও সাংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেন, সুগার কর্পোরেশন এবং বিজেএমসির কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতি ও কারখানার আধুনিকায়ন না হওয়ার কারণে চিনিশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। সুগার কর্পোরেশন এবং বিজেএমসির কর্মকর্তাদের দুর্নীতির পাশাপাশি এক শ্রেণীর চিনি ব্যবসায়ীদের কারণে আজ দেশের ১৪টি চিনিকল লোকসানের মুখে। অথচ চিনিকলগুলোকে আধুনিকায়ন, নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়নি।
এছাড়া চীন, জাপান ও থাইল্যান্ড চিনিকলগুলোকে আধুনিকায়নের প্রস্তাব দিলেও তা মানা হয়নি বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, এক শ্রেণীর ব্যবসায়ী ও কর্মকর্তারা চিনিকল এবং পাটকলের সম্পদ আত্মসাতের জন্য ষড়যন্ত্র করে শিল্প কারখানাগুলোকে ধ্বংস করে দিচ্ছে।
তিনি বলেন, রাষ্ট্রায়াত্ব চিনিকল বন্ধ নয়, আধুনিকায়ণ ও বহুমুখীকরণের মাধ্যমে চিনিশিল্প রক্ষা ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। অন্যথায় আখচাষি ও চিনিকল শ্রমিক কর্মচারীরা সংগ্রাম কমিটি করার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি ঘোষণা করবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।