করোনা মহামারি: বিশ্বজুড়ে আক্রান্ত ৩ কোটি ছাড়াল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৩

প্রতীকী ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে শুক্রবার পর্যন্ত সারা বিশ্বে ৩ কোটি ৬৭ হাজার ৭৫৮ জন রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৮৫৬ জন।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে ভারত ও ব্রাজিল। যুক্তরাষ্ট্রে ৬৬ লাখের বেশি রোগী শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৬৩৩ জন। যদিও গত জুলাইয়ের পর দেশটিতে দৈনিক রোগী শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে।

শনাক্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় দেশ ভারতে এ সপ্তাহে করোনা রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে এ রোগ বিস্তারের গতি দ্রুত বলে জানিয়েছে বিবিসি। সম্প্রতি সেখানে দৈনিক শনাক্তের সংখ্যা লাখ ছুঁয়ে যাচ্ছে এবং প্রায় প্রতিদিনই শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। এরই মধ্যে দেশটিতে এ রোগ ৮০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়া, শনাক্তের তালিকায় তিন নম্বরে থাকা ব্রাজিলে মোট রোগী ৪৪ লাখেরও বেশি। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৩৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মৃত্যুর দিক থেকে বিশ্বে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি-মার্চে ইউরোপের দেশগুলোতে ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়েছিল কোভিড-১৯। জুলাই-অগাস্টের দিকে সেখানকার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বর্তমানে আবারো ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ।

আসন্ন শীতে ইউরোপের পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এজন্য দেশগুলো নানা বিধিনিষেধ আবারো প্রয়োগের চিন্তাভাবনা করছে। এরইমধ্যে যুক্তরাজ্য সরকার স্বল্প মেয়াদে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং চলাচলেও উপর বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে।

ইউরোপের বাইরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল তার ভুখন্ডজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন জারি করতে যাচ্ছে। শুক্রবার রাত থেকে সেখানে দ্বিতীয় দফায় লকডাউন কার্যকর হবে। উন্নত দেশগুলোর মধ্যে ইসরায়েলই প্রথম দ্বিতীয় দফায় ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাইনের সিদ্ধান্ত নিয়েছে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top