• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ১৫:৩৮

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডিব্লিউটিসি কর্তৃপক্ষ। তীড়ে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট-বড় কয়েকটি ফেরি।

যার ফলে শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারও যানবাহনের যাত্রী ও শ্রমিকদের।

শুক্রবার (২৯ জানুয়ারি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, ঘন কুয়াশায় নৌ-চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৈশকোচসহ কয়েকশ’ যানবাহন আটকা পড়েছে। একইসঙ্গে পারের অপেক্ষায় রয়েছে হাজার হাজার যাত্রী ও শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব মানুষ।

তবে ডিজিএম মো. জিল্লুর রহমান বলছেন, কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top