ভাসানচরে তৃতীয় দফার দ্বিতীয় দিনে যাচ্ছে রোহিঙ্গারা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১, ০১:৪১
কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে নোয়াখালীর ভাসানচর পাঠাতে চট্টগ্রামের উদ্দ্যেশে তৃতীয় দফার দ্বিতীয় দিনে রোহিঙ্গাদের বহনকারি ১৮টি বাস ছেড়েছে।
এতে অন্তত সাড়ে ৯শ' জন রোহিঙ্গা রয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে এসব বাস রওনা হয়েছে বলে জানান স্থানীয় মুদির দোকানি আবুল কালাম।
তৃতীয় দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের ব্যাপারে বরাবরের মতো এবারও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্টদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা ধারণা করছেন, চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া এসব বাসে অন্তত সাড়ে ৯শ' জন রোহিঙ্গা রয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।