গোপালগঞ্জে বেড়ে তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২১, ০১:২৪

গোপালগঞ্জে বেড়ে তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড

গোপালগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস। এর আগে গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি)সকাল ৬টায় শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রী রেকর্ড করা হয়েছিলো।

ভোরে কুয়াশার মাত্র কম থাকলেও মৃদু শৈতপ্রবাহ বয়ে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের মুখ দেখা গেলেও হিমেল হওয়ায় বয়ে যাওয়া শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা। কাজে বের হতে পারছেন না তারা। তবে অনেকেই টুপি, মাফলার ও চাঁদর মুড়ি দিয়ে বাইরে বেড় হচ্ছেন। অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় করছেন হাসপাতালগুলোতে। এরমধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সকাল ৬টায় শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রী রেকর্ড করা হয়েছিলো।

তিনি আরও বলেন, এখন জেলার উপর দিয়ে মৃদু মৈত প্রবাহ বয়ে যাচ্ছে। এতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এ শৈতপ্রবাহ আরও কয়েকদিন চলবে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জানারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক বলেন, ঠাণ্ডায় শিশু ও বৃদ্ধরা জ্বর, কাশিসহ ঠাণ্ডাটির রোগে আক্রান্ত হচ্ছে। শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় পড়ানোর পাশাপাশি বিশেষ নজর দিতে হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top