ভাসানচরের পথে আরও ১ হাজার রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ২২:৩৯
কক্সবাজার থেকে রোহিঙ্গাদের স্থানান্তরের চতুর্থ দফার দ্বিতীয়দিনে আরও ১ হাজার ১১ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় নৌবাহিনীর তিনটি জাহাজ এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে ছেড়ে যায়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, কুয়াশার কারণে একটু দেরি করেই জাহাজ ছেড়েছে। মিয়ানমার ছেড়ে আসার পর এসব রোহিঙ্গা উখিয়ার বালুখালীর বিভিন্ন ক্যাম্পে ছিলেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বাসযোগে এসব রোহিঙ্গা কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছান।
জানা যায়, এদের স্থানান্তরের মধ্য দিয়ে চতুর্থ দফায় ৩ হাজার ২১ জন রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার চতুর্থ দফার প্রথমদিনে ২ হাজার ১০ জন ভাসানচর যায়। গত বছরের ৪ ডিসেম্বর শুরু হওয়া রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ায় এনিয়ে চার দফায় ১০ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হলো। এছাড়া অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গত মে মাসে ভাসানচরে নিয়ে যায় সরকার, তারাও সেখানে রয়েছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।