কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৩:০৯

সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পশ্চিম খয়রাতি রহমানিয়া পাড়া বিল এলাকায় সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে একটি পূর্ণবয়স্ক বন্যহাতির মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয়রা হাতির মরদেহ দেখে দ্রুত বন বিভাগকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি এবং অন্যান্য বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

স্থানীয়রা অভিযোগ করছেন, হাতি-মানুষ দ্বন্দ্ব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পাহাড়ি অঞ্চল ও লোকালয়ের সীমান্তবর্তী এলাকায় হাতির চলাচল বেড়ে যাওয়ায় ফসল নষ্ট এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অনেক কৃষক ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে হাতিকে ঘায়েল করার চেষ্টা করছেন।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. ইউনুচ জানান, ধান, কলা ও অন্যান্য ফসল রক্ষার্থে অনেকেই চারপাশে কারেন্ট সংযুক্ত জাল ব্যবহার করছেন। এসব জালের শর্ট সার্কিটের কারণে হাতির মৃত্যু ঘটছে। দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন, কিছু কৃষক ফসলি জমির চারপাশে বিদ্যুৎ সংযুক্ত জাল বসাচ্ছেন, এবং এই কৃত্রিম বিদ্যুতের জালেই হাতির মৃত্যু হচ্ছে।

বন বিভাগ মৃত হাতির ময়নাতদন্ত, সুরক্ষা ব্যবস্থা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। পাশাপাশি স্থানীয়দের নিরাপদ ও বিকল্প পদ্ধতি গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top