সাভারের আশুলিয়ায় পিকআপে আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৩:১০

সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়া এলাকার বগাবাড়ী বাসস্ট্যান্ডের কাছে ভোরে কাঁচামালবোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পিকআপের কেবিন ও কিছু মালামাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি।

ভুক্তভোগী পিকআপ মালিক জানান, রাতেই গাড়িটি বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে মালামাল আনলোডের জন্য রাখা হয়েছিল। হঠাৎ কয়েকজন এসে গাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন, ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। চলমান ‘শাটডাউন’ পরিস্থিতির কারণে সড়কে দেখা যায়নি কোনো বিশৃঙ্খলা। ঢাকা–আরিচা ও বাইপাইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বসিয়ে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।”

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রশাসন জানায়, পরিস্থিতি বর্তমানে শান্তিপূর্ণ রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top