বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩২

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এ ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফ এলাকায় ঝাঁকুনি খুবই হালকা হওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। যদিও উৎপত্তিস্থলের গভীরতা সম্পর্কে ভলকানো ডিসকভারি কোনো তথ্য দিতে পারেনি, তবে ইএমএসসি বলেছে—ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। পরদিন শনিবার আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা এনসিএস জানায়, একই দিনে মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৩.৫ ও ৩.৭।

এদিকে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা রাজধানী ঢাকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, বিপদের ঝুঁকি দিন দিন বাড়ছে। রাজউকের একটি সমীক্ষা অনুযায়ী, পার্শ্ববর্তী টাঙ্গাইলের মধুপুর ফল্টে যদি ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়, তবে ঢাকার অন্তত ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং মৃত্যু হতে পারে দুই লাখের বেশি মানুষের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top