লালমনিরহাট-১:
মু. আনোয়ারুল ইসলাম রাজু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন
রাকিব ইসলাম | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯
লালমনিরহাট-১ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু পাটগ্রাম উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার সকাল ১০টায় পাটগ্রাম শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিশিষ্ট নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাবেক লালমনিরহাট জেলা আমির প্রভাসক আতাউর রহমান, পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোয়াইব হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর জামায়তের আমীর সোহেল রানা, সাধারণ সম্পাদক মিরু হাসান, এবং উপজেলা শিবির সভাপতি খোরশেদ আলম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মু. আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “ক্ষমতায় গেলে বিরোধী মতের কারও উপর কোনো ধরনের জুলুম হবে না। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের লিখনী চালিয়ে যেতে পারবেন।” তিনি আরও বলেন, “যদি জনগণ চায় সংবিধান পরিবর্তন এবং আমরা ক্ষমতায় আসি, তাহলে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এছাড়াও সভায় পাটগ্রাম উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।