মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩
মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯টি মামলা রয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মিল্টন মল্লিক (৪৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে।
র্যাব-১১ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ জানান, গত ৩১ অক্টোবর যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল বোমা, ২টি সুইচ গিয়ারসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মিল্টন মল্লিক চর এলাকায় একক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে ককটেল, সুইচ গিয়ারসহ দেশি-বিদেশি অস্ত্র নিজ হেফাজতে রাখত।
মিল্টন মল্লিককে গ্রেপ্তারের পর মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।