বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা: প্রধান অভিযুক্ত নিশি খাতুন গ্রেফতার

মিঠু মুরাদ | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১টার দিকে ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

এর আগে রাত ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন–২০১৯ এর ৭ ধারায় থানায় মামলা করেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে তিনি এ মামলা দায়ের করেন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি আক্তারকে একমাত্র আসামি করা হয়।

ঘটনার পর ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ওই কর্মকর্তা ও তার পরিবারকে সরকারি গেজেটেড কোয়ার্টার ছাড়তে নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তারা কোয়ার্টার খালি করেছেন।

এদিকে ঘটনাটির তদন্তে মঙ্গলবার ঢাকার এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি বিশেষ টিম ঈশ্বরদীতে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নভেম্বর নিশি খাতুন আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনা ঘটান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top