উসমান ও আয়িশা পেলেন বাবা-মাকে
আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার পুনর্বিবাহিত
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৭
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত ২১ অক্টোবর। তবে বিচ্ছেদের মাত্র এক মাসের মাথায় তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) এই তথ্য নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সাবিকুন নাহার। তিনি তার পোস্টে লিখেছেন, “দুনিয়াটা ক্ষণস্থায়ী। পুরোদস্তুর ধোঁকা, নিখাঁদ এক প্রতারণা। কত দিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায়? অনন্ত পরকালের চুলচেড়া হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব!”
সাবিকুন নাহার জানান, বিচ্ছেদের সময় তাদের সন্তানরা বাবা-মার জন্য গভীরভাবে কষ্ট পেয়েছে। তিনি লিখেছেন, “প্রতিনিয়ত আয়িশা তার বাবাকে খোঁজে—‘বাবা যাব! বাবা গাড়ি! বাবা কই?’ শব্দগুলোর ওজন উঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই। উসমানও মাকে পাচ্ছে না। অন্যরা উসমানের কাছে ‘আম্মু’ বলে ছুটে যাচ্ছে, আর সে নিজের প্রশ্নে নির্লিপ্ত।”
তিনি আরও উল্লেখ করেছেন, “যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই তা হয়তো আমরা জানতাম, তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা কখনোই এক নয়। আমাদের কিছু ভুল ছিল, কিন্তু তা বোঝানো ও উপলব্ধিও হয়েছে। উসমানের বাবার প্রতি প্রগাঢ় মুহাব্বাত থেকেই কিছু অস্থিরতা, রাগ ও সীমালঙ্ঘন হয়েছে।”
সাবিকুন নাহার শেষবারের মতো লিখেছেন, “উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে! আল্লাহুম্মা লাকাল হামদ।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।