নোয়াখালীর কোম্পানীগঞ্জে আজ সকাল-সন্ধ্যা হরতাল
নোয়াখালী থেকে | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ১৭:১৯
বসুরহাট পৌরসভা হলরুম থেকে দলীয় নেতাকর্মিদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবারও হরতালের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
চরপার্বতী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক তানভির হরতাল কর্মসূচির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, হরতালের কারণে বন্ধ থাকবে উপজেলামূখী সকল প্রকার যান চলাচল।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে কোম্পানীগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।
দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও অন্তত দুই পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।