মাদারীপুর-১: মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে কামাল জামান মোল্লাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবীতে শনিবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ ও মশাল মিছিল করেছে শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লার কর্মী ও সমর্থকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নভেম্বর শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে আসনটির জন্য মনোনয়ন দেওয়া হয়। কিন্তু পরদিন ৪ নভেম্বর অনিবার্য কারণে তার মনোনয়ন স্থগিত করে বিএনপি। এরপর গত বৃহস্পতিবার যুগ্ন আহবায়ক নাদিরা আক্তারকে নতুন করে মনোনয়ন দেওয়া হয়।
এই মনোনয়ন প্রত্যাহারের দাবীতে শনিবার বিকেল ৫ টা থেকে কামাল জামান মোল্লার অনুসারীরা কুতুবপুর সীমান্ত এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল শুরু করেন। এ সময় প্রায় দুই ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধ তুলে নেওয়ার পর রাত ৭ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, এই কর্মসূচী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীরা বলেছেন, “আমরা আমাদের ন্যায্য অধিকার ও নেতা পুনঃমনোনয়নের দাবী জানাচ্ছি।”
মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।