সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

নরসিংদীর তুলা ও সুতার গোডাউনে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২৬

সংগৃহীত

নরসিংদীর শীলমান্দিতে একটি তুলা ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে আগুন লাগার পর প্রথমে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও পরে নারায়ণগঞ্জের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তুলা ও সুতা থাকা গোডাউনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। দমকলকর্মীদের পাশাপাশি মিলের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারাও পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। রাতভর চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও সকাল থেকে ৫টি ইউনিট ডাম্পিং কার্যক্রম চালিয়ে যায়। অবশেষে রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সরেজমিনে দেখা যায়, মিলের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই সুতার গোডাউন—যেখানে আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে তুলা ও সুতার বস্তা থেকে ধোঁয়া উঠলে তা সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে নেভানো হচ্ছে। পাশাপাশি অন্যান্য গোডাউন থেকে শ্রমিকরা মালামাল সরিয়ে ক্ষতি কমানোর চেষ্টা করছে। আগুনে শ্রমিকদের একটি আবাসস্থল এবং মিলের একটি গাড়িও পুড়ে গেছে।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজুমুজ্জামান জানান, রাত ১০টার দিকে খবর পাওয়ার পর টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দুটি গোডাউনে সুতা এবং একটি গোডাউনে তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এখনো কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top