সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

পাটগ্রামে মনোয়ারা ফাউন্ডেশন ও রক্ত কণিকার আয়োজনে শীতবস্ত্র বিতরণ

রাবিক ইসলাম | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০০

পাটগ্রামে মনোয়ারা ফাউন্ডেশন ও রক্ত কণিকার আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম হুজুর উদ্দীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রক্ত কণিকা সমাজকল্যাণ সংগঠনের সার্বিক সহযোগিতায় মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে “শীতবস্ত্র বিতরণ ২০২৫” কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার মোট ১২০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান মো: রিফাত মনোয়ার সিকদার। তিনি বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপ্রধান তুহিন সিকদার।

রক্ত কণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুমন ইসলাম, সভাপতি মাসুদ রানা এবং সহ-সাধারণ সম্পাদক তুষার প্রধান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও সকল কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top