সাতক্ষীরার ভোমরা বন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২০
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় ৩০ মেট্রিক টন পেঁয়াজ বহনকারী একটি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে।
সরকারি ঘোষণার তিন মাস পর ২৪ ঘণ্টার মধ্যেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে খুশির প্রকাশ দেখা গেছে।
ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই প্রথম চালান ৩০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে এসেছে মেসার্স সামি এন্টারপ্রাইজ। ট্রাকটির ছাড় কারক প্রতিষ্ঠান ছিল ক্রসরোড ক্লিয়ারিং। সরকারের পক্ষ থেকে এই আমদানি থেকে ১ লাখ ৫৪ হাজার ৬৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
রাতেই ট্রাকটি ছাড়পত্র পাওয়ার পর পেঁয়াজটি সাতক্ষীরার বড় বাজারে সরবরাহ করা হয়েছে।
মোজাফ্ফর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।