সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা,প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০০

সংগৃহীত

চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি রাসেল হোসেন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট। শনিবার (৬ ডিসেম্বর) গ্রেপ্তার করা হয় এবং রোববার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার পর আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার আসামি রাসেল হোসেন (৩২) খুলনার রূপসা থানার চাঁদপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার মোরশেদ কলোনিতে বসবাস করছিলেন। নিহত ৫ বছর বয়সী শিশু তার পাশের বাসার প্রতিবেশী ছিল। ভুক্তভোগীর মা কর্মস্থলে থাকায় এবং অন্যান্য বাসিন্দারা অনুপস্থিত থাকায় আসামি অপরাধ সংঘটন করে। তদন্তে উঠে এসেছে যে, ঘটনার পর সে আলামত নষ্ট করার চেষ্টা করেছে।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, আদালতে হাজির করা হলে রাসেল হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top