সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

তিন দফা দাবিতে আটকে গেল আরিয়াল খাঁ নদীর সেতু উদ্বোধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭

সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুরে আরিয়াল খাঁ নদীর ওপর নির্মিত সেতুটি নির্ধারিত সময়ে উদ্বোধন করা হলো না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চুয়ালি সেতুটি উদ্বোধন করার কথা থাকলেও এলাকাবাসীর প্রতিবাদের মুখে অনুষ্ঠান বাতিল হয়ে যায়।

স্থানীয়দের তিন দফা দাবি—

১. সেতুটির প্রস্তাবিত নাম ‘নাজিরপুর–রামারগোল সৌহার্দ্য সেতু’ পরিবর্তন না করা,

২. জমি অধিগ্রহণের বকেয়া টাকা দ্রুত পরিশোধ করা,

৩. অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হক মজনুকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করা—

এই দাবিগুলো না মানায় তারা ক্ষোভ প্রকাশ করে।

সমাবেশস্থলে উপস্থিত এলাকাবাসী চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভেঙে প্রতিবাদ জানান এবং উদ্বোধনী কার্যক্রম বাধাগ্রস্ত করেন। ফলে সেতুর ভার্চুয়াল উদ্বোধন শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

নাহার

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top