সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

নাটোরের নলডাঙ্গায় অতিরিক্ত শীতে রেললাইনে ফাটল, ধীরগতিতে ট্রেন চলাচল

নাটোর প্রতিনিধি | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় অতিরিক্ত শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে ফাটলটি প্রথম নজরে আসে স্থানীয়দের।

ফাটল দেখতে পেয়ে তারা দ্রুত স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতকাজ শুরু করেন।

গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, এক নম্বর লাইনের এনড়ারপাড় এলাকায় স্থানীয়দের চোখে প্রথম ফাটলটি ধরা পড়ে। বর্তমানে সেখানে মেরামত কাজ চলছে।

রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ওই লাইনে ট্রেন ধীরগতিতে চলছে।

স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, অতিরিক্ত শীতের প্রভাবে রেললাইনে ফাটল সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেরামত কাজ অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top