কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৯
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী স্লিপার বাস ও টাইস বোঝাই একটি মিনি পিকআপের সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার লালমনিরহাট সদর থানার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন চট্টগ্রামগামী রাস্তা থেকে মিনি পিকআপটি মহাসড়ক ক্রস করার সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একে ট্রাভেলস স্লিপার বাসটি দ্রুতগতিতে এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের ওপর বসে থাকা আব্দুল জব্বার ঘটনাস্থলেই নিহত হন। বাসের ১৪ যাত্রী আহত হন।শরীফ (২৮), ইমরান হোসেন (৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), রিপন (২৮), মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।
ঢাকা যাত্রাবাড়ীর আহত যাত্রী বাবু জানান, তারা ৮ বন্ধু কক্সবাজারের কলাতলী থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে দুর্ঘটনায় তিন বন্ধু গুরুতর আহত হন এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় রেফার করা হয়েছে।
এসআই ফারুক হোসেন জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।