শরীয়তপুরে নির্বাচনী আচরণবিধি অমান্য, পোস্টার ও ফেস্টুন এখনও ভাসছে শহরে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের তিনটি আসনের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলো গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ফেস্টুন, ব্যানার ও পোস্টারে ভরে গেছে। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের প্রচার প্রচারণা জেলাশহর ও উপজেলার শহরগুলোতে ব্যাপকভাবে দেখা গেছে।
নির্বাচন তফশিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধির আওতায় এসব পোস্টার, ফেস্টুন ও তোরন অপসারণের নির্দেশনা জারি করা হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, তা ঢিলেঢালা ভাবে সম্পন্ন করা হচ্ছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলা শহরের হাটবাজার ও সড়কে এখনও বিএনপি ও অন্যান্য দলের শুভেচ্ছা ব্যানার এবং নির্বাচনী ফেস্টুন দেখা যাচ্ছে।
নির্বাচনী আচরণবিধি মানার প্রতি অসতর্ক প্রার্থীরা প্রশাসনের নির্দেশনার প্রভাবকে প্রায় উপেক্ষা করছে, যা আগামী নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।
মফিজুর রহমান, শরীয়তপুর প্রতিনিধি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।