হাদিকে হত্যাচেষ্টাকারীদের ‘পালাতে সহায্যকারী’ কে এই ফিলিপ স্নাল?
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুই হামলাকারীকে ভারতে পাঠানোর অভিযোগে ফিলিপ স্নালকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল ও আলমগীরকে সহায়তা করেছেন।
জানা গেছে, হামলার পর মিরপুর থেকে প্রাইভেটকারে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসেন হামলাকারীরা। সেখানে তারা অন্য একটি প্রাইভেটকারে ধারা বাজারসংলগ্ন মুন ফিলিং স্টেশনের পাশে পৌঁছান। এরপর শুক্রবার রাতে ফিলিপ স্নালের মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায় পৌঁছে দেওয়া হয়। সীমান্ত পার হওয়ার জন্য স্থানীয়দের ধারণা, ফিলিপের বাড়ির কাছে থাকা কালভার্ট ও সুরঙ্গ ব্যবহার করা হয়েছে।
ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, ভুটিয়াপাড়া এলাকার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন সঞ্জয় চিসিম (২৫) এবং অন্যজন সিবিরণ দিও (৩৫)। তিনি আরও জানান, মোটরসাইকেলটি উদ্ধার হলেও ফিলিপ স্নাল এখনও পলাতক। আলমগীর ও ফয়সাল ভারতে গিয়েছে নাকি দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, ফিলিপ প্রায়ই ভারতের সীমান্ত পার হতেন। তার বাড়ি থেকে ভারতের সীমান্তের দূরত্ব মাত্র ২০০ গজ। এ পথ ব্যবহার করে অতীতে আরও কিছু ঘটনার সঙ্গে সংশ্লিষ্টরা ভারতে পালিয়ে গেছেন।
ফিলিপ স্নালের ছোট বোন সালচি স্নাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ভাইকে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে জড়ানো হয়েছে। আমাদের পরিবারের কোনো অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে তার সম্পর্ক নেই।’
বিজিবি জানায়, ফিলিপকে গ্রেফতারের মাধ্যমে অপরাধীদের সীমান্তে পাঠানোর প্রক্রিয়া, লেনদেন ও অন্য সহযোগীদের শনাক্ত করা সম্ভব হবে। অভিযান চলছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।