চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত তিনজন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৪:২৫
চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে। নিহতদের মধ্যে একজন খাদিজা মাশমুম, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালেই মহাসড়কের বড়তাকিয়া বাজারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার বলেন, “চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় দুর্ঘটনা দেখে আমরা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিয়েছি। হাসপাতালে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।