পানি নেই হিলি হাসপাতালে, চরম ভোগান্তিতে রোগীরা
হিলি থেকে | প্রকাশিত: ২ মার্চ ২০২১, ১৬:৫৪
দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্বাস্থ্য কমপ্লেক্সের মহলিা ওয়ার্ডে পানি না থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। ২ দিন যাবৎ পানি নেই, খুব কষ্ট পোহাতে হচ্ছে বলে আভিযোগ ভুক্তভোগী রোগীদের।
রোগী আঁখলমিা বেগম বলেন, ২ দিন যাবৎ আমাদের এই ওয়ার্ডে পানি নেই। কয়েক দিন যাবৎ খুব কষ্টে আছি। তাই নিরুপায় হয়ে আজ বাড়িতে চলে যাচ্ছি।
এক রোগীর মেয়ে বলেন, হাসপাতালের লোকজনকে বার বার বলার পরও পানির কোন ব্যবস্থা করছে না। আমার মা বয়স্ক অসুস্থ মানুষ, তাকে নিয়ে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া,আসা বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের একজন লোক বলছেন এটা ঠিক করতে ১০-১৫ দিন সময় লাগবে।
মহিলা ওয়াডের্র নার্স শিরিন আক্তারের নিকিট পানি নেই কেন, জানতে চাইলে তিনি বলেন, মটার পুড়ে গেছে,তাই পানি নেই।
হাকিমপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান জানান, হাসপাতালের বড় পাম্পটি পুড়ে গেছে। মেরামত চলছে, আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তবে হাসপাতালের কারেন্টের ওয়ালিং গুলো খুব দুর্বল, এগুলো সংস্কার প্রয়োজন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।