মাদারীপুরে ঘুর্নিঝড়ের তান্ডবে ব্যাপক হ্ময়হ্মতি

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ২৩:১০

মাদারীপুরে ঘুর্নিঝড়ের তান্ডবে ব্যাপক হ্ময়হ্মতি

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চরবাজিতপুর এলাকায় শনিবার বিকেলে ঘুর্নিঝড়ের তান্ডবে গরুর খামারসহ গাছপালা ভেঙে ব্যাপক হ্ময়হ্মতি হয়েছে।

স্হানীয় ও খামার মালিক সুত্রে যানা যায় শনিবার বিকেলে আকস্মিক ঘুর্নিঝড়ে উক্ত খামারের গরুর ঘর ও ছাগল পালনের ঘর দুইটি প্রবাল বাতাসে ভেঙে ছত্রভঙ্গ হয়ে গেছে । এসময় বেশকিছু গাছপালাও ভেঙ্গে গেছে।

খামার মালিক গোলাম মাওলা মিঠু জানান, আমার এক একর জায়গা নিয়ে নিজের উদ্যেগে গতবছর এই খামারটি করেছি,গতকাল বিকেলে হঠাৎ মেঘ হয়ে কোন কিছু বোঝার আগেই, প্রবাল ঘুর্নিঝড় শুরু হলে, আমার গরুর ঘর ছাগল ভ্যাড়া পালনের ঘরের চালের টিন দুমরেমুচরে উড়িয়ে প্রায় একশো মিটার দূরে নিয়ে ফেলেছে এবং দুইটি ঘর পুরো ভেঙ্গে মাটিকে লটিয়ে পড়েছে, এখন আমার ১৫টি গরু ১৩টি ছাগল এবং ১৫টি ভ্যারা নিয়ে মহা বিপদে আছি।

এছাড়া কলার বাগান ও বেশ কিছু কাঠাল গাছ ভেঙ্গে গেছে। সব মিলিয়ে আমার প্রায় ৩লহ্ম্য টাকার হ্ময়হ্মতি হয়েছে। এখন আমি চোখেমুখে কিছু দেখছি না,এমতবস্হায় মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি ছাড়া আমার টিকে থাকাই দায়।তিনি যেনো আমার বিষয়টি আন্তরিকভাবে দেখেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top