গাইবান্ধায় মাস্ক ব্যবহার নিশ্চিতে মাঠে পুলিশের অবস্থান
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ১৭:০৮
করোনাভাইরাস সংক্রমণ দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গাইবান্ধার মানুষকে মাস্ক ব্যবহার নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছে পুলিশ।
রোববার (২১ মার্চ) গাইবান্ধায় জেলা পুলিশ ও বিভিন্ন থানা পুলিশের আয়োজনে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ মোকাবিলায় সচেতনতামূলক কর্মসূচি নিয়ে গাইবান্ধা জেলা বাস টার্মিনাল এলাকায় পথচারী, যানবাহনের যাত্রী, দোকান মালিক ও কর্মচারীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মাস্ক-লিফলেট বিতরণ করে পুলিশ।
এসময় পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারের নতুন করে নির্দেশনা রয়েছে। এটি বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ। যারা স্বাস্থ্যবিধি মানবে না কিংবা মাস্ক ব্যবহার করবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে সাদুল্লাপুর থানা পুলিশের উদ্যোগে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করা হয়। এসময় এনায়েতপুর বাজারে ওসি মাসুদ রানা, এসআই রেজাসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরণকালে ওসি মাসুদ রানা জনগণের উদ্দেশ্যে বলেন, করোনাভাইরাস সংক্রমণ আবারো বৃদ্ধি পেয়েছে। যদি আমরা সচেতন থাকি, পরিস্কার থাকি এবং মাস্ক ব্যবহার করি, তাহলে আমরা করোনা আক্রান্ত হতে মুক্ত থাকবো।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।