পাবনায় জেলা পুলিশের সচেতনতা মূলক আলোচনা সভা
পাবনা থেকে | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১৮:৩২
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের মাস্ক পরা নিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে ‘মাস্ক পরার অভ্যাসে, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালনের অংশ হিসেবে সচেতনতা মূলক আলোচনা সভা ও মাস্ক বিতরণ করেছে পাবনা জেলা পুলিশ।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে পাবনা জেলার পুলিশের আয়োজনে ও পাবনা মটর মালিক গ্রুপ, জেলা ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় বাস টার্মিনাল এলাকায় সচেতনতা মূলক আলোচনা সভা ও মাস্ক বিতরণ করে জেলা পুলিশ।
সচেতনতা মূলক আলোচনা সভায় বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা মটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি শামসুল আলম মানিক, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানাসহ অনেকেই।
বক্তারা সকল মটর শ্রমিকদেরকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে আহ্বান জানান। সেই সাথে যাত্রীদেরকেও মাস্ক ছাড়া গাড়িতে না উঠানোর নির্দেশ দেন। এ সময় সদর থানার অফিসার্স ইনচার্জ নাসিম আহমেদ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইছাক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতা শেখ রনি, মুন্না শেখসহ পাবনা মটর মালিক গ্রুপ, জেলা ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।