মোদীর আগমন উপলক্ষে প্রস্তুত টুঙ্গিপাড়া
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ১৮:১৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরণ করে নিতে প্রস্তুত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। পৌরসভার প্রায় ৩ কিলোমিটার সড়ক সাজসজ্জার কাজ করা হয়েছে। সড়কে আঁকা হয়েছে বিভিন্ন আলপনা।
সড়কের দুই পাশে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকার পাশাপাশি না রংয়ের পতাকা লাগানো হয়েছে। পুরো সড়কে সাদা কাপড়ের ওপর লাল ও সবুজ নেট দিয়ে একটি ভিন্ন আভা তৈরি করা হয়েছে।
এছাড়া সড়কের দুই পাশে বঙ্গবন্ধুর ছবি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে বাংলা ও ইংরেজিতে লেখা বড় বড় বোর্ড স্থাপন করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসায় টুঙ্গিপাড়াবাসী খুব খুশি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন এতে তারা মহাখুশি ও আনন্দিত। তারা মনে করেন এ সফরের মধ্য দিয়ে দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।