গোপালগঞ্জে দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ২২:২০

গোপালগঞ্জে দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত

ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণ দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত হয়েছে।

রবিবার (২৮ মার্চ) দোল পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও বাসা বাড়ীতে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের ঘন্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

পরে সনাতন ধর্সাবলম্বীরা একে অপরকে অারির ও রং লাগিয়ে দেন। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ আবির ও রং খেলায় মেতে ওঠেন। দোল পূর্ণিমা সনাতন ধর্মের বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাঁধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।

গোপালগঞ্জ পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ডা: অসিত কুমার মল্লিক বলেন, করোনার কারনে এবার সীমিত আকারে দোল পূর্ণিমা পালিত হচ্ছে। জেলার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূঁজা আর্চনা অনুষ্ঠিত হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top