গোপালগঞ্জে দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ২২:২০
ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণ দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত হয়েছে।
রবিবার (২৮ মার্চ) দোল পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও বাসা বাড়ীতে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের ঘন্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
পরে সনাতন ধর্সাবলম্বীরা একে অপরকে অারির ও রং লাগিয়ে দেন। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ আবির ও রং খেলায় মেতে ওঠেন। দোল পূর্ণিমা সনাতন ধর্মের বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাঁধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।
গোপালগঞ্জ পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ডা: অসিত কুমার মল্লিক বলেন, করোনার কারনে এবার সীমিত আকারে দোল পূর্ণিমা পালিত হচ্ছে। জেলার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূঁজা আর্চনা অনুষ্ঠিত হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।