বাঘার ইব্রাহীম হত্যা মামলার আরেক আসামি দিলা গ্রেফতার
রাজশাহী থেকে | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ২১:১০
রাজশাহীর বাঘায় পদ্মারচরে পূর্ব শত্রুতার জের ধরে ইব্রাহীম হত্যা মামলার দুই নম্বর আসামি দিলা বেপারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার তেরখাদিয়ার বারোমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
দিলা বেপারি পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়াচরের মৃত হায়দার বেপারির ছেলে।
বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার দুই নম্বর আসামি দিলা বেপারিকে গ্রেফতার করেছে।
তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার তেরখাদিয়ার বারোমাইল এলাকায় ভায়রা আবদুল কুদ্দুসের বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামির গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বাঘা থানা সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পদ্মার মধ্যে চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ২৪ মার্চ রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইব্রাহীম দেওয়ানকে আবদুর রশিদ বাহিনীর লোকজন গুলি করে হত্যা করে।
পর দিন ২৫ মার্চ ইব্রাহীমের ভাই সোলেমান দেওয়ান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। দিলা বেপারিকে ওই মামলায় দুই নম্বর আসামি করা হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জমির আগাছা পরিষ্কার করা কেন্দ্র করে দিলা বেপারি এবং মজনু দর্জির মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ১০ জন আহত হন।
এই গোলাগুলির ঘটনায় চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়াচরের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর আবদুর রহমান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে একটি মামলা করেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।