রামগতির প্রধান সড়ক যেন মৃত্যু ফাঁদ
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ০২:০৬
রামগতি টু সোনাপুর প্রধান সড়কে বান্দারহাট বাজার সংলগ্ন ব্রিজের ১/৩ অংশ ভেঙ্গে খালে পড়ে যায়। এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় দীর্ঘ তিনমাসের ও বেশি সময়ে গুরুত্বপূর্ণ সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গাড়ী চালক ফারুখ হোসেন জানান আমরা প্রতিটি সাপ্তাহ মালামাল নিয়ে রামগতিতে আসতে হয়। গত তিন মাস সড়কটি বন্ধ তাই আমাদের ভিন্ন পথে ৭/৮ কিলোমিটার পথ ঘুরে হাজীগঞ্জ বাজার হয়ে রামগতিতে পৌছাতে হয়। এতে আমাদের খরচ ও সময় উভই নিয়ে সংকট আছি।
ও পথচারী সাজ্জাদুর রহমান জানান বান্দারহাট বাজার সংলগ্ন রামগতি প্রধান সড়ক খালের উপর ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রামগতি টু সোনাপুর সংযোগকারী একমাত্র এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। প্রায় তিন মাসের ও বেশি সময় ধরে সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে, এতে লাখ মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে ।
স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) রামগতি উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত কালভার্টটির সংস্কারের কাজ শুরু করা হবে।
এই বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোঃআব্দুল মোমিন জানান কাজটি অতি তাড়াতাড়ি করা জন্য এলজিইডিকে বলা হয়েছে, এবং কাজটি জন্য দুই লক্ষ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি ১৫/২০ দিনের মধ্যে কাজটি শুরু করা হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: রামগতি প্রধান সড়ক মৃত্যু ফাঁদ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।