এক সপ্তাহে প্রায় দুই শতাধিক আক্রান্ত

কুষ্টিয়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে, তদারকিতে প্রশাসনের নজর নেই

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ২০:৫১

লকডাউনের মধ্যেও কুষ্টিয়া শহরে অবাধে ইজি বাইক, রিক্সা, প্রাইভেট, যাত্রী বাহি সিএনজিসহ বিভিন্ন গণপরিবহন চলাচল করছে

মাত্র এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় নতুন করে ২২ জনসহ প্রায় দুই শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দিন দিন এ মহামারির সংক্রমণ বৃদ্ধি পেলেও কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি।

এর ফলে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও কুষ্টিয়া শহরে অবাধে ইজি বাইক, রিক্সা, প্রাইভেট, যাত্রী বাহি সিএনজিসহ বিভিন্ন গণপরিবহন চলাচল করছে। মার্কেটগুলোতে বাইরে সাটার নামালেও ভেতরে চলছে কেনা-বেচা, মার্কেট, বাজারে মানুষের সামাজিক দুরত্বের বালাই নেই।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসি আর ল্যাবের দেয়া তথ্য মতে আজ কুষ্টিয়া সদর উপজেলায় ১১ জন, মিরপুর উপজেলায় ১ জন, কুমারখালীতে ৫ জন, খোকসায় ১ জন, দৌলতপুর উপজেলায় ৪জনসহ মোট ২২ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৯২ জন প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪শ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯০১ জন।

এদিকে কুষ্টিয়াসহ দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে লকডাউন ঘোষণা করেছে। শুধু মাত্র ওষুধ, খাদ্য সামগ্রী, সংবাদ পত্র, স্বাস্থ্য কর্মী, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান, যাত্রীবাহী পরিবহন চলাচল করছে। মাস্ক পরা বাধ্যতামূলক বলা হলেও শহরের অধিকাংশ মানুষের মুখে মাক্স দেখা যায়নি।

এসব বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি না থাকায় দিন দিন কুষ্টিয়ায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ৩ এপ্রিল শনিবার ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে লকডাউন মানার বিষয়ে এক সভা করেই দায়িত্ব শেষ করেছেন বলে জানা গেছে।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: কুষ্টিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top