বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

গাইবান্ধার রেজবিন এখন সেরা নারী উদ্যোক্তা !

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ২০:৫৪

গাইবান্ধার রেজবিন এখন সেরা নারী উদ্যোক্তা !

দীর্ঘ ৮ বছর আগে স্বামীকে সাথে নিয়ে ‘পিপলস নাইফ ইঞ্জিনিয়ারিং’ নামে ফুটওয়্যার ও লেদার গুডস এক্সেসরিজ কারখানা দেন। পরবর্তীতে ৩ লক্ষ টাকা নিয়ে আশুলিয়ায় ৫০০ স্কয়ারফিটের একটি ঘর ভাড়া করে পিপলস ফুটওয়্যার এন্ড লেদারগুডস নামে জুতার কারখানা তৈরি করেন। শুরুতে তৈরিকৃত সেই জুতা স্বল্প আয়ের মানুষের জন্য ৭০ টাকায় বিক্রি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই এলাকায় রেজবিন বেগমের তৈরি জুতার বেশ সুনাম ছড়িয়ে পরে।

স্থানীয় ক্ষুদে ব্যবসায়ী ও দোকানদার পাইকারি অর্ডার দিতে শুরু করে। এরপর এক বৈশাখী মেলায় অংশগ্রহণ করে ব্যাপক সাড়া পান। অনেক অর্ডারও মিলে সেই মেলায়। একটি বহুজাতিক সু কোম্পানির একটি বড় অর্ডার মোড় ঘুড়িয়ে দেয় উদ্যোক্তা রেজবিন বেগমের ব্যবসার। রেজবিনের আজকের এই অবস্থানে আসতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। ব্যবসার পাশাপাশি সামাজিক দ্বায়বদ্ধতার অংশ শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে জনশক্তিতে রুপান্তরের প্রয়াসে গড়ে তুলেছেন ‘পিএলজি লেদার ট্রেনিং সেন্টার’।

রেজবিনের বেগমের ৩০০০ স্কয়ারফিটের কারখানায় বর্তমানে ৪০ জন কর্মী নিয়মিত কাজ করছে। তৈরি করছে চামড়ার জুতা, স্যান্ডেল, লেডিস সু, বেল্ট, মানিব্যাগ, লেডিস পার্স, হ্যান্ডব্যাগ, অফিস ব্যাগ, জ্যাকেট। তার তৈরি পণ্য দেশ ছেড়ে বিদেশের বাজারেও সুনামের সঙ্গে বিক্রি হচ্ছে। রেজবিন স্বপ্ন দেখেন তার তৈরি ব্র্যান্ড আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

এই প্রত্যাশায় অদম্য গতিতে এগিয়ে চলেছেন দেশ সেরা জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা রেজবিন বেগম। কাজের স্বীকৃতি স্বরূপ তাকে গত বছর বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন কর্তৃক পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা'-২০২০ পুরস্কার প্রদান করা হয়।

রেজবিন হাফিজ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামের সম্ভ্রান্ত খান বংশের জুলফিকার আলি খানের মেয়ে। এ প্রসঙ্গে রেজবিন হাফিজের বড় ভাই গাইবান্ধা জেলা জর্জ কোর্টের আইনজীবী শাহনেওয়াজ খান বলেন, তিনি ছোট থেকেই খুব মেধাবী। শিক্ষা জীবনের মূল্যবান ফলাফলের বাহিরেও তিনি সৃজনশীল চিন্তা দিয়ে নতুন নতুন উদ্ভাবনী কর্মকাণ্ডে ধারাবাহিক সাফল্য বজায় রেখে চলছেন। ভবিষ্যতে তিনি বাংলাদেশকে যেন আরও ভালো কিছু দিতে পারেন এটাই আমাদের প্রত্যাশা।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top