কুষ্টিয়ায় সর্বাত্বক লকডাউনের প্রথম দিন ঢিলে ঢালা ভাবে চলছে সব কিছু
কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ১৯:৫৮
দেশব্যাপী করোনা সক্রমন রোধে সরকার আজ থেকে আগামী আট দিন সর্বাত্বক লকডাউন ঘোষণা করেছে।
বুধবার (১৪ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে কুষ্টিয়ায় সকাল থেকে ঢিলে ঢালা পরিবেশ লক্ষ্য করা গেছে।
পহেলা নববর্ষ, পহেলা রমজান, প্রথম লকডাউনে কুষ্টিয়া শহরের এন, এস রোড, মজমপুর গেট, পৌর বাজার, বড় বাজারসহ বেশ কয়েকটি স্পটে ইজি বাইক, প্রাইভেট কার, রিক্সা, মটরসাইকেল যোগে মানুষকে যাতায়াত করতে দেখা গেছে।
তবে শহরের অধিকাংশ মার্কেট-বিপনী বিতান বন্ধ থাকলেও সামনে দোকানী ও কর্মচারীদের ঘোরাফেরা করতে দেখা গেছে। আইনশৃংলাবাহিনীর নজর এড়িয়ে কিছু কেনাবেচাও করতে দেখা গেছে। সরকারী, আধা সরকারী, শায়ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে শহরের মজমপুর গেট অগ্রণী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে লেনদেনও হয়েছে। শহরে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃংলবাহিনীর পাহারাও দেখা গেছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।